শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

রামপালে কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা।

মোঃ মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বাগেরহাটের রামপালে খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও রামপাল কলেজের কৃতি শিক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মিলিত  মেধা তালিকায় নবম স্থান অধিকারী রহিমা খাতুন সোনালী এবং  জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
(১৫ জুলাই) শনিবার সকাল ১১ টায় রামপাল সরকারি কলেজের আয়োজনে রামপাল কলেজ অডিটোরিয়ামে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
রামপাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাঃ রেবেকা সুলতানা’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য  রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামপাল কলেজের  ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব  শেখ  আব্দুল ওহাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ হানিফ,  উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক অধ্যক্ষ  মোঃ মজনুর রহমান, আলহাজ্ব শেখ আকবর আলী, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার, সুলতানা পারভিন (ময়না), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এ রুহুল কুদ্দুস,  জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন, প্রভাষক শেখ শাহ নেওয়াজ,  যূবলীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রামপাল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কলেজের সকল কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর