রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ৩ দিনের প্রশিক্ষণ-ভোরের কণ্ঠ।

মোঃ ফজলুর রহমান বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধি / ৪৮৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

নাটোরের বাগাতিপাড়ায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য তিন দিনের প্রশিক্ষণ মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুয়ায়ী জানা যায়, করোনা মহামারির সময়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্যকর্মী,পল্লী চিকিৎসক ও স্থানীয় বিভিন্ন স্টক হোলডারের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা)র সহায়তা ১৮ মার্চ থেকে তিন দিন ব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স  ১০৫ জন এবং ৪৫ জন পল্লী চিকিৎসককে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদুজ্জামান, মেডিকেল অফিসার নাজমুস সাকিব, মেডিকেল অফিসার গোলাম কিবরিয়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের উন্নতমানের চিকিৎসা সহ জনগনের মধ্যে সচেতন বৃদ্ধির বিষয়ে গুরুত্ব প্রদান সহ ধর্মীয় নেতাদের মসজিদ, মন্দির, গির্জা সহ করোনার প্রাদুর্ভাব সম্পর্কে আলোকপাত করার জন্য আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর