মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের দূর্গাপুর  এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে  প্রতিপক্ষের হামলায়  মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত মিজানুর উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। গত (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ বিষয়ে  রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় একই এলাকার ৩ নং ওয়ার্ডের  ইউপি সদস্য  মোল্লা শাহিনকে পুলিশ গ্রেফতার  করে জেল হাজতে প্রেরণ করেছে।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে যে,   ঘটনার দিন গত (১৬ নভেম্বর) সকালে মিজানুর রহমান  স্থানীয় দর্গাপুর  স্কুলের সামনে আসলে সেখানে ইউপি সদস্য শাহিনের সাথে তার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এরপর তিনি তার বাড়ির দিকে রওয়ানা হয়। এসময় তিনি  প্রতিপক্ষ শাহিনের  বাড়ির সামনে পৌঁছালে শাহিন ও তার সহযোগীরা হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এক মারধরের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার পরিবার  তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস.এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে  জানান,এ ঘটনার পর আহত মিজানের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে থানায় এজাহার দাখিল করেছেন। এ সংঘর্ষের মূলহোতা শাহিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর