শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশে, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমুখ ইউনিয়নে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আবু বক্কর তালুকদার, মোঃ আব্দুস শহীদ, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মমিন, যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন সাফিন, শেখ আবেদ আলী, থানা বিএনপি’র সদস্য মোঃ টিটু মিয়া, শেখ মহসিন, মোঃ আরশ আলী, মোঃ মুকাব্বির, মোঃ শাহেদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক জিএম এ মোক্তাদির রাজুর নেতৃত্বে বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, মৌলভীবাজার সদরের বিভিন্ন স্থানে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ, জনসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর