সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।

মইনুল হক মৃধা,রাজবাড়ী প্রতিনিধিঃ / ১৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মইনুল হক মৃধাঃ
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। সার্বিকভাবে সহযোগীতা করে বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও দেরে দেস হোমস (টিডিএইচ)
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা,ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার এসআই আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখ প্রমুখ। এ সময় সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।
এ সময় বক্তারা মানব পাচার প্রতিরোধে সমন্বিতভাবে সকলকে কাজ করা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
সেইসাথে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর