বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

দৌলতখানে জোর পূর্বক জমি দখলের চেষ্টা সিমানা প্রাচীরে হামলা-ভোরের কণ্ঠ।

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি / ৫৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

ভোলার দৌলতখানে শফিক ও মুসলেউদ্দিন নামে দুই ভাইর ক্রয়কৃত জমি জোর করে দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে শফিক নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত শফিক উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মফিজল ইসলামের ছেলে।

ভুক্তভোগী শফিক ও মুসলেউদ্দিন জানান, ‘কয়েক বছর পূর্বে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক ও মতিন ডাক্তারের কাছ থেকে তারা ৪৮ শতাংশ জমি ক্রয় করে কয়েক বছর ধরে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে মাটি ফেলে জায়গা বরাট করে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে।

কয়েকদিন আগে হঠাৎ করে স্থানীয় বাসিন্দা শফিক ৪৮ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ জমি দাবি করে ভোলা আদালতে একটি মামলা দায়ের করেনে। এতে তিনি ক্ষেন্ত হননি। পরবর্তীতে গত বৃহস্পতিবার রাতে তাদের ক্রয়কৃত জমির সিমানা প্রাচীরে বেধরক হামলা চালিয়ে সিমানা প্রাচীর ভাঙচুর করেন। এ ব্যাপারে জমি বিক্রয়দাতা আব্দুল মতিন জানান, ‘এ জমি আমরা তাদের কাছে বিক্রি করে দলিল বুঝিয়ে দিয়েছি। এখানে শফিকের কোন জমি নেই । এ বিষয় অভিযুক্ত শফিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর