শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

হাবিবুল,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ / ৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নীলফামারীর ডিমলায় কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে ৪ বাংলাদেশী যুবক আটক হয়েছে।
উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত রাত অনুমান ১১.৫০ ঘটিকায় কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।
এজাহার সুত্রে জানা যায়, ডিমলা থানাধীন কালীগঞ্জ নামাজি পাড়া নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
আটককৃত হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র  রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।
বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।
আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করা হয়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরী করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর