শিরোনাম
Cómo hacer un bong con una botella de agua sin papel de aluminio Качественная поставка бетона по Краснодару কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

উপযুক্ত অস্ত্রবিরতি না হলে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষনা হিজবুল্লাহ-নাঈম কাসেম।

আন্তর্জাতিক ডেস্কঃ / ১১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলিরা আক্রমণ বন্ধ করার ঘোষণা যদি উপযুক্ত হয় তবে বলি যে আমরা তা গ্রহণ করব, কিন্তু সেই শর্তে যা আমরা উপযুক্ত মনে করি। তা না হলে ইসরায়েলের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম। বুধবার (৩০ অক্টোবর) হিজবুল্লাহর নেতা হওয়ার পর প্রথম ভাষণে এই কথা বলেন তিনি।

বালবেক শহর ও তার আশেপাশে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর নাঈম কাসেম এই মন্তব্য করেন। ইসরায়েলি বাহিনী পূর্ব লেবাননের প্রাচীন শহরটি লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করেছে এবং সেখানকার মানুষকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

নাঈম কাসেম বলেন, ইসরায়েল আক্রমণ বন্ধের সিদ্ধান্ত নিলে আমরা তা গ্রহণ করতে পারি, তবে তা আমাদের জন্য উপযুক্ত শর্তের ভিত্তিতে হতে হবে। আমরা অস্ত্রবিরতির জন্য কোনও ভিক্ষা চাই না। এসময় তিনি উল্লেখ করেন যে- অস্ত্রবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখনও সফল হয়নি। ভাষণটি এমন এক সময়ে সামনে আসলো, যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা লেবানন ও গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন করে চেষ্টা চালাচ্ছে।

হিজবুল্লাহর সাবেক দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ গত সেপ্টেম্বরে বেইরুটের একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর নাঈম কাসেমকে মঙ্গলবার তার স্থলাভিষিক্ত করা হয়েছে। নাসরুল্লাহর উপ-প্রধান হিসেবে কাসেম তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি দলটির আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন, যার মধ্যে নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনও রয়েছেন। এই ঘটনার ফলে লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।
নেতা কাসেম জানান, সাম্প্রতিক সপ্তাহগুলিতে হিজবুল্লাহর ওপর লাগাতার হামলা- যার মধ্যে রয়েছে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ এবং নাসরুল্লাহর হত্যাকাণ্ড দলটিকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে নাসরুল্লাহর মৃত্যুর আট দিনের মধ্যে হিজবুল্লাহ নতুন করে সংগঠিত হয়েছে।

হিজবুল্লাহর সক্ষমতা এখনও রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য উপযুক্ত উল্লেখ করে কাসেম জানান, গত ১ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে সেখানে ইসরায়েলি সৈন্যদের হতাহতের সংখ্যা বাড়ছে এবং চলতি মাসের শুরুতে হিজবুল্লাহ পরিচালিত একটি ড্রোন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। তবে নেতানিয়াহু অক্ষত রয়েছেন।

হিজবুল্লাহ নতুন নেতা কাসেম বলেন,যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতার প্রধান যোগাযোগকারী হিসেবে কাজ করছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। যদিও যুক্তরাষ্ট্র একাধিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে এখনও এমন কোনো প্রস্তাব নেই যা ইসরায়েল মেনে নিয়েছে এবং হিজবুল্লাহর জন্য আলোচনা উপযোগী মনে হয়। এখন পর্যন্ত কোনো প্রকল্প এমনভাবে উপস্থাপন করা হয়নি যাতে ইসরায়েল একমত এবং আমাদের জন্য তা আলোচনা করার উপযোগী হয়।

সূত্রঃ আল-জাজিরার /ডেইলি বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর