রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

শাহজাদপুরে ৬০ বছর বয়সে নুরু মন্ডল পেলেন অটোভ্যান-ভোরের কণ্ঠ।

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ২১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের নুরু মন্ডল। ৬০ বছর বয়সী নুরু মন্ডল ৪৫ বছর ধরে ভ্যান গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করে আসছেন।

একদিকে বয়স হয়েছে অন্যদিকে ভাড়ায় চালিত গাাড়ি চালিয়ে একরকম অসহায় ভাবে জীবন যাপন করছিলেন। কোন ছেলে সন্তান নেই তার। দত্তক নিয়েছিলেন একমাত্র কন্যাসন্তান , তাকেও বিয়ে দিয়েছেন। এখন স্বামী স্ত্রীর সংসার চলে ভাড়া নেওয়া অটোভ্যান চালিয়েই। সারাদিন অটোভ্যান চালিয়ে গাড়ির মালিককে ভাড়ার টাকা মিটিয়ে দিন শেষে ১০০/১৫০ টাকা নিয়ে বাড়ি ফেরেন।

এই বৃদ্ধ বয়সেও অপরাজেয় এই জীবন যোদ্ধা নুরু মন্ডলের কথা জানতে পারেন মানবাধিকার ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস । তিনি নুরু মন্ডলের বিসয়ে তার ফেসবুক বন্ধু মোস্তফাকে অবগত করলে তিনি ৪৮ হাজার টাকা পাঠান। সেই টাকা থেকে মামুন বিশ্বাস ৪৭ হাজার টাকা দিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান কেনেন এবং ১ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি ও লুঙ্গি কিনে তুলে দেন নুরু মন্ডলের হাতে। এসময় মানবাধিকার কর্মী সুজন ও আলআমিন উপস্থিত ছিলেন।

নুরু মন্ডল নতুন গাড়ি পেয়ে প্রাণ খোলা হাসি দিয়ে বলেন, ‘আমি সারাজীবন সবার জন্য দোয়া করবো। নিজের গাড়ি হওয়ায় এখন আমি অন্তত ভাল ভাবে চলতে পারবো।

মানবাধিকার ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস বলেন, অতীতের মত মহামারী করোনাকালেও অসহায় মানুষের পাশে ভাল কিছু নিয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়মিত। দেশে অনেক অসহায় মানুষ আছে। আমরা সবাই যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে আশাহত মানুষগুলো অন্তত ভাল ভাবে বাচাঁর স্বপ্ন দেখবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর