উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সম্পত্তি দাসের বিলে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটায় বাধা দেওয়ায় এক গ্রাম পুলিশের পরিবারের উপর হামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পঞ্চক্রোশী গ্রামে। এই ঘটনায় গ্রাম পুলিশ রতন কুমার হলদার তার ভাই বৃষ্ণ কুমার হালদার ও বাবা খেপু হালদার আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ব্যাপারে গ্রাম পুলিশ রতন কুমার হালদার উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রতন কুমার অভিযোগ করেন, তার গ্রামেরবাড়ির পাশে পঞ্চক্রোশী দাসের বিলে সরকারি খাস জমিতে ভেকু মেশিন লাগিয়ে এই গ্রামের মোঃ ইসলাম মন্ডল ও তার ভাই আওলাদ মন্ডল গত ১ (মে) তারিখে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত হয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিনকে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দেন। এই নির্দেশনা অনুযায়ী গ্রাম পুলিশ রতন কুমারকে সঙ্গে তিনি উক্ত ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ করেন। এসময় মাটি কাটার সঙ্গে জড়িত ইসলাম মন্ডল ও তার ভাই আওলাদ মন্ডল তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে এই ঘটনার রেশ ধরে মঙ্গলবার সকালে কথিত ইসলাম মন্ডল ও তার ভাই আওলাদ মন্ডল গ্রাম পুলিশ রতন কুমারের বাড়িতে গিয়ে হামলা করে। তারা লাঠিসোটা দিয়ে তাকে এবং তার ভাই ও বাবাকে মারধর করে। এতে তারা আহত হন। বিষয়টির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি থানা পুলিশকে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইসলাম মন্ডলের সঙ্গে কথা বললে তিনি জানান, যে ভূমিতে তিনি মাটি কেটেছেন তা খাস নয়। এছাড়া রতনের পরিবারের হামলা চালানোর বিষয়টিইও তিনি অস্বীকার করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রতন কুমার একটি অভিযোগপত্র দিয়েছেন। বিষয়টি দ্রæত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি জানার পর তিনি পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।