শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরহীর মৃত্যু।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১০৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার সকাল ১১টার সময় ট্রাক চাপায় রওশানারা বেগম(৫০) নামের এক নারী মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে।

নিহত ওই নারী সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান আলী জানান সোমবার (৭ জুন) সকাল ১১ টার দিকে নিহত মোটরসাইকেল যোগে বগুড়া থেকে তার স্বামীর বাড়ি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। মমতা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এসে পৌছা মাত্র মোটরসাইকেলটিকে পিছন থেকে অজ্ঞাত নামের একটি ট্টাক ধাক্কা দেয়।এ ঘটনায় নারী আরহী ছিটকে পাঁকা সড়কের উপর পরে যায়।পরে আরকটি অজ্ঞাত নামের ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর