শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

রাজবাড়ীর দৌলতদিয়ায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী ব্যবসায়ী আটক।

মোঃ রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি। / ৬৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ায় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ শাপলা খাতুন (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত-তমছের খাঁর মেয়ে শাপলা খাতুন। কনা হিজড়া নামে পরিচিত।

থানা সূত্রে জানা যায় আটককৃতর রান্নাঘরে গাছের শুকনা পাতার স্তূপের মধ্যে রাখা বড় সাদা পলিথিনে মোড়ানো ৮৭ হাজার ৫’শ টাকা মূল্যের সাড়ে ৩ গাঁজা উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী এ তথ্য নিশ্চিত করে জানান আটককৃত শাপলার বসত বাড়িতে গাঁজা রেখে ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার(১২ জুন)রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার বাড়ি থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর