শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে ২’শ গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৮৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২য় পর্যায়ে ২শ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে এক যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাফিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হায়দার আলী শাহ,সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর সভার মেয়র মো: মাহমুদ আলম লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহারসহ ইউপি চেয়ারম্যান গণ। এসময় সুবিধাভোগী পরিবারের সদস্যগন তাদের বরাদ্দকৃত গৃহের দলিল গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর