মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি দি / ৪৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
dav

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে শহর সমন্বয় কমিটির বিশেষ সভা ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে পৌর মেয়র মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে পৌরসভা মিলনাতয়নে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

 আয়োজিত সভায় প্রায় ৮৮ কোটি টাকার খসড়া বাজেট উপস্থাপন করেন পৌর পরিষদের কোষাধ্যক্ষ শেখ সাহার আলী। প্রাক বাজেট আলোচনায় রাজস্ব খাতে ৫ কোটি ৫০ লাখ ১ হাজার ৩৯০ টাকা এবং উন্নয়ন খাতে ৮২ কোটি ৩১ লাখ ৩১ হাজার ৯৬২টাকা আয় নির্ধারণ করে নাগরিক সেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন।

এসময় পৌরসভার সচিব মো: মাহবুবর রহমান,সহকারী প্রকৌশলী মো: লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্যানেল মেয়র মো: মামুনুর রশীদ চৌধুরী,পৌর কাউন্সিলর হারান দত্ত,কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল সহ পৌর পরিষদের সকল পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক,রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর