শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।উপজেলার যমুনা নদীর তীরে অসহায় ও হতদরিদ্র রোগীদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ জুন) সকাল ১১টায় যমুনা অববাহিকার ঠুটিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রাকিব হাসনাত, ডাঃ একেম সাইফুল্লাহ।

এছাড়াও এস.এ.সি.এম.ও দুইজন, স্বাস্থ্য সহকারী দুজন ও সি.এইচ.পি ১জন ক্যাম্পে সহযোগীতা করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, যমুনা তীরের সুবিধাবঞ্চিত রোগীদের জন্য করোনাকালীণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। যেখানে বিশেষজ্ঞ দুজন ডাক্তার রোগী দেখছেন। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এই মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর