সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

হাতীবান্ধায় সাংবাদিক সম্রাটের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার-৩।

মোঃ ফারুক হোসাইন, লালমনিরহাট প্রতিনিধি / ৫৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

তথ্য অনুসন্ধান করতে গিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিক সেলিম সম্রাটের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে হাতিবান্ধা থানা পুলিশ।

বুধবার (১৪ জুলাই) সকালে ওই উপজেলার পারুলিয়া এলাকার তিস্তা নদীর পাড় থেকে তাদেরকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

এর আগে গত রোববার ওই উক্ত উপজেলার বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জমি জবর দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির তথ্য প্রযুক্তি সম্পাদক ও দৈনিক বাহান্নোর আলো পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম সম্রাট।ওই হামলার একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

আটক ৩ জন হলেন, বড়খাতা এলাকার আব্দুর রহমানের পুত্র তাইজুল ইসলাম মুকুট (৪৮) আলী রেজা বাদল (৩০) ও তাইজুল ইসলাম মুকুটের পুত্র মিরাজুল ইসলাম হৃদয় (২৮)।

এবিষয়ে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী বলেন, সাংবাদিক সেলিম সম্রাটের উপর হামলার ঘটনাটি আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করার জন্য লালমনিরহাট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। সেই সাথে প্রতিবাদ জানানোর জন্য দেশের সকল সংবাদকর্মী ভাইদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

হাতীবান্ধা থানার (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসমীকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর