ভোলার দৌলতখানে ৭ বছরের এক শিশুকে যৌনহয়রানি করার অভিযোগ পাওয়া গেছে, ষাটউর্ধ্ব আবদুল খালেকের বিরুদ্ধে। আবদুল খালেক উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে নিন্দার ঝড় বইছে।
জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার মধ্যবেলা শিশুটি বাড়ির সামনের মাদ্রাসার মাঠে খেলাধুলা করতে আসে। এ সময় আবদুল খালেক শিশুটিকে চানাচুরের প্রলোভন দেখিয়ে মাদ্ররাসা ভবনের উপরে নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে খালেক ও শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।খালেক স্থানিয়দের উপস্থিতি টেরপেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানিয়রা শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে শিশুটির মা জানান, ঘটনাটি জানারপর মানুষিকভাবে ভেঙে পরেছি। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য এলাকার লোকজনের দ্বারে দ্বারে ঘুরছে শিশুটির মা। আবদুল খালেকের স্ত্রী জানান, ঘটনাটি আমরা জানতে পেরেছি। এরপর থেকে খালেক বাড়িতে আসে না।