দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় মোঃ ফরমান আলী বুদু (৪৯) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়। আটক ফরমান আলী বুদু (৪৯) ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত সামসুদ্দিন হকের পুত্র।
মামলা সুত্রে জানা গেছে, গত ২ আগষ্ট সোমবার রাতে জনৈক এক ব্যক্তির ১৩ বছরের শিশুকন্যা পৌর এলাকার পশ্চিম গৌরী পাড়া গ্রামের এক ছেলের সাথে মোবাইলে কথা বলে। বিষয়টি নিয়ে জনৈক ব্যক্তি তার শিশু কন্যাকে ধমক দিলে,সে ভয়ে পাশের বাড়ী সম্পর্কে চাচা ফরমান আলীর বাসায় লুকায়। সেখানে সুযোগ বুঝে ফরমান আলী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ৩ আগষ্ট মঙ্গলবার শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে মামলা করলে ফরমান আলী বুদুকে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়। গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।