বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বসুন্ধরা গ্রুপের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান 

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

“শুভ কাজে সবার পাশে,কালের কন্ঠ শুভ সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে চলমান করোনার প্রার্দভাব বৃদ্ধি পাওয়ায় করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সরকার নতুন করে লকডাউন ঘোষণা করে ছিলো। করোনা মহামারির মধ্যে খেটে খাওয়া কর্মহীন শ্রমজীবি মানুষের সংসার চালানো অনেকটাই বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছে। কোভিড-১৯ এর মহামারি মোকাবেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।

সোমবার ( ৯ আগস্ট)সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ৪৫০ জন অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে বসুন্ধরা গ্রুপের উপহার সামগ্রী হাতে তুলেদেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)এস.এম রবিন শীষ,সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ,শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান,কেন্দ্রীয় কমিটি সদস্য শরীফ মাহদী আশরাফ জীবন,উত্তরা ইউনিভার্সিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রুনি,কালের কন্ঠ জেলা প্রতিনিধি ও শুভ সংঘের প্রধান উপদেষ্টা অসিম মন্ডল,কলের কন্ঠ শুভ সংঘের সভাপতি কবি লেখক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিত্য রঞ্জন পাল,সাধারন সম্পাদক হোসেন আলী( ছোট্ট )।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ মিয়া,দৈনিক বর্ণিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম,কালের কন্ঠ শুভ সংঘের উপদেষ্টা প্রদীপ সাহা,কালের কণ্ঠ শুভ সংঘের সিনিয়র সহ সভাপতি সুজিত সরকার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তমাল প্রমূখ।

সিরাজগঞ্জ সদর উপজেলায় গত ৩ দিনে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ৩ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো ১০কেজি চাল,৩ কেজি ডাল ও ৩ কেজি আটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর