শনিবার, ০৩ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন শ্রমিকদের খাদ্য সহয়তা প্রদান।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৩৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জে কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতি গ্রস্থ কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগষ্ট ) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ ৫’শ জন পরিবহন শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলো এগিয়ে আসছে। আমরা ধন্যবাদ জানাই এই সকল প্রকার সহযােগিতা যারা অসহায় মানুষের উপকার করছেন।

এসময় মাস্ক পরিধান করা সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান। পাশাপাশি সকল শ্রেণীর মানুষের টিকা নেয়ার জন্য আহবান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনডিসি অনিদ্য গুহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, রাশেদ হোসাইন,ইসরাত জাহান ও পরাগ সাহা সহ জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর