বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মধ্যে অনুদানের চেক বিতরণ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ২২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসচ্ছল  সাংস্কৃতিসেবীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২৩ আগস্ট সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা ১০ জন অস্বচ্ছল সাংস্কৃতিসেবীর মধ্যে অনুদান প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে জনপ্রতি ২ হাজার ৫’শ টাকা করে ওই ১০ জন সাংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর