শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

তাড়াশে গ্রাম আদালত গতিশীলকরন ও করোনা সচেতনতামূলক প্রশিক্ষণ।

মোঃ শাহিনুর রহমান,তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৩০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীলকরণ ও করোনা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগষ্ট  সোমবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার (সিডিএমএস)’র আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীল করণ ও করোনা বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

চলনবিল দুঃস্থ মহিলা সংস্থার  পরিচালক আব্দুল মালেকের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিরাজগঞ্জ’র সহযোগীতায় এই প্রশিক্ষণ উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,উপজেলা প্রেসক্লাবের সহ -সভাপতি  মহসীন আলী,তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী খন্দকার, সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু সহ অনেকে।

উপজেলা পর্যায়ে গ্রাম আদালত গতিশীল করণ ও করোনা বিষয়ক প্রশিক্ষণে ৮টি ইউনিয়নের ইউপি সদস্য ও সচিবগন অংশ গ্রহন করেন। গ্রাম পর্যায়ে এই বিষয়ে ১২টি মিটিংয়ে ৫০জন করে অংশ গ্রহনকারী নিয়ে সচেতনতা মিটিং পরিচালনা করেন সাবেক ইউপি সচিব আব্দুল করিম ও ওই সংস্থার প্রশিক্ষক সুফিয়া খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর