শিরোনাম
안전한 토토사이트 이용 가이드 উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোটারের / ৩৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

আব্দুল্লাহ খিজির,স্টাফরিপোর্টারঃ  টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(১২ সেপ্টেম্বর), রাতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় উপ-পরিদর্শক শ্রীজীব অধিকারী,সহকারী উপ পরিদর্শক রাসেল,আতিক, জহির সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি গ্রাম থেকে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কোনড়া গ্রামের মৃত পরশ আলীর ছেলে মোঃ সেতাব আলী (৩৫); বেকড়া ( বিলপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২৩) ;দুয়াজানী দক্ষিণ পাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (৪০)।

এ সময় তাদের কাছ থেকে ৯০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

পরে আসামীদের বিরুদ্ধে নাগরপুর থানার মামলা নং-০৮, তারিখ- ১২/০৯/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক) রুজু করে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেকড়া থেকে ঐ ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর