শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় চালক হেল্পার নিহত।

রিপোটারের / ২২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

জিতু আহমদ,ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত ট্রাকের ধাক্কায় চালক হেল্পার নিহত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দয়ামীর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,গোপালগঞ্জের ট্রাক চালক কামরুল ইসলাম ও হেলপার খুলনার ইদ্রিস আলী।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ (তামাবিল) এর নিকট হস্তান্তর করা হয়েছে।
ওসি আরোও জানান, রাস্তার পাশে ট্রাক থামিয়ে তারা সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন চালক ও হেলপার। সে সময় পেছন থেকে আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক রেখে ঐ ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর