তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সার্ভেয়ারের প্রতিবেদনে সরকারী জমির উপর রাস্তা বিলুপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে উপজেলার পৌরসভা এলাকার তাড়াশ মহিলা কলেজ সংলগ্ন এলাকায়।
২৮ ফেব্রুয়ারী/২১ তারিখের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়,ভাদাশ মৌজার জেল এল নং ১৪০, আর এস খতিয়ান নং ২৪৬ ও দাগ নং ৬০১ এর ০.৯৯ একর জমি বাদী মৃত আফজাল হোসেন খানের ছেলে আশরাফুল আলম নামের ব্যক্তির দখলে আছে। কিন্তু মৃত আফজাল হোসেন খানের ছেলে বিবাদী আতাউর রহমান কে তার অফিসে ডেকে তদন্ত করবে বলে জানালে তিনি সার্ভেয়ার আব্দুল খালেক কে ৬০১ দাগের ০.০৪ একর জমি সরকারের নামে দলিল রয়েছে মর্মে দলিল শো করেন।
দলিলে উল্লেখ আছে ওই দাগের ০.৯৯ একর ধানী জমির দক্ষিন ছাহাম হতে পূর্ব পশ্চিম লম্বাভাবে ২৭ ডেঃ বাদ তৎ সংলগ্ন উত্তর ছাহামে পূর্ব পশ্চিম লম্বাভাবে লোকজনের চলাচলের জন্য ৪ ডেসিমাল জমি রাস্তা বাবদ সরকারী নামে (জেলা প্রশাসক সিরাজগঞ্জ) ২৬ জানুয়ারী/১৫ তারিখে সাবরেজিষ্ট্রি অফিসে দলিল করা হয়। যার নং ৪৩৬ তারিখ: ২৬-০১-২০১৫ইং। এতে ওই দাগে জমি থাকে ০.৯৫ একর।
মৃত আফজাল হোসেন খানের ছেলে বিবাদী আতাউর রহমান লিখিত অভিযোগ করে বলেন, আশরাফুল আলম ওই সরকারী রাস্তা বন্ধ করে দিয়ে সিরাজগঞ্জ কোর্টে মামলা করেন যার নং এম আর ৩৩৪/২০। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই মামলা তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি,তাড়াশকে তদন্তের দায়িত্ব দেন। সহকারী কমিশনার ওবায়দুল্লাহ সার্ভেয়ার আব্দুল খালেককে তদন্ত প্রতিবেদন দিতে বলেন।
সার্ভেয়ার আব্দুল খালেক সরেজমিনে না গিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে তদন্ত প্রতিবেদনে সরকারী রাস্তার দলিল কৃত জমি উল্লেখ না করে আশরাফুল আলম এর দখলে আছে ০.৯৯ একর জমি মর্মে প্রতিবেদন দেন। যা সরকারী স্বার্থের চরম পরিপন্থি বটে। বিষয়টি তদন্ত করতে কর্তৃপক্ষের নিকট দৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল খালেক বলেন,এ বিষয়ে আমি কোন বক্তব্য দেব না।