শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

ছাতকে কুড়িয়ে পাওয়া প্রতিবন্ধী শিশুটিকে মায়ের কাছে পৌছে দিলো পুলিশ।

রিপোটারের / ৩৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

ফজল উদ্দিন,ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে কুড়িয়ে পাওয়া প্রতিবন্ধী শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। শনিবার ২ অক্টোবর বেলা ৩ টার সময় ছাতক থানার সেকেন্ড অফিসার (শিশু বিষয়ক কর্মকর্তা), উপ-পরিদর্শক হাবিবুর রহমান পিপিএম, উপ-পরিদর্শক আনোয়ার মিয়া, ও উপজেলা প্রবেশন কর্মকর্তা’র প্রতিনিধির সমন্বয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে। এসময় থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাতক থানার উপ-পরিদর্শক আনোয়ার মিয়া জানান, শুক্রবার (১ অক্টোবর) রাত ৯ টার সময় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় বাক প্রতিবন্ধী ওই শিশুটিকে কুড়ে পায় স্থানীয় সিএনজি অটো-রিকশা চালক মাঈনুদ্দিন। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তিনি শিশুটিকে গোবিন্দগঞ্জ থেকে থানায় নিয়ে আসেন।পরে দীর্ঘ ১৮ ঘন্টা প্রচেষ্টা শেষে শিশুটিকে শনাক্তের পর তার মা নিরালা বেগমের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজিম উদ্দিন জানান,শনাক্ত পূর্বক সেই প্রতিবন্ধী শিশুটিকে তার মায়ের জিম্মায় প্রদান করা হয়েছে। শিশুটির নাম মেহেদি হাসান সুমন বয়স ১১ বছর। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিককিলা গ্রামের খুরশিদ আলমের পুত্র। সুমন তার মা ও ভাইয়ের সাথে বসবাস করে আসছিলো সিলেটের পীরমহল্লার বনকলাপাড়ায়। গত ১ অক্টোবর সকালে তাদের সিলেটের ভাড়াটিয়া বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর