বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে অপহরণ চক্রের দুই নারীসহ ৩ সদস্য পুলিশের হাতে আটক।

রিপোটারের / ২৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

শাহীন আলম,রাজশাহীঃ রাজশাহীতে অপহরণ চক্রের ৩ সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার ৫ অক্টোবর দুপুর ১২ টার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার রাজশাহী গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের ওই ৩ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রাজশাহীর পবা থানার চৌবাড়িয়া গ্রামের ইউসুফ আলী মাষ্টারের মেয়ে ও ফরিদ হোসেনের স্ত্রী মোছাঃ নার্গিস নাহার হেলেনা(৫২),বোয়ালীয়া থানার পঞ্চবটি গ্রামের মৃত খলিলের মেয়ে ও রানার স্ত্রী মোছাঃ কোহিনূর বেগম রাত্রী(৪২) ও একই এলাকার সুলতানাবাদ গ্রামের আমিনুর রহমানের ছেলে বাপ্পী(৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বাসা বাড়ীতে নিয়ে গিয়ে নারী দ্বারা অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায় করে আসছিল এই চক্রটি। অপহরণ চক্রটি বিভিন্ন পেশার মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে বাড়ীতে নিয়ে যায়। পরে নারীদের সাথে মেলামেশা অবস্থায় অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখায় ও জিম্মি করে মুক্তিপণ আদায় করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের নিকট থেকে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন এই ধরনের ঘৃণ অপকর্ম করে আসছেন তারা। অনেকে এই চক্রের শিকার হলেও নিজেদের সম্মান, পারিবারিক ও সামাজিক মর্যাদা খুন্ন হওয়ার ভয়ে অভিযোগ করার সাহস পাচ্ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর