শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

ভুতুড়ে বিদ্যুৎ বিল আর দুর্নীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে মানববন্ধন-ভোরের কণ্ঠ।

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি। / ৩৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিদ্যুৎ সরবরাহকারী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর অনিয়ম-দুর্নীতি আর ভুতুড়ে বিল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও এলাকাবাসী। একইসঙ্গে গ্রাহক সেবা নিশ্চিত করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিও জানিয়েছে তারা। ৩ ফেব্রুয়ারী বুধবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী ঝিনাইগাতী বাজারের মেইন রোডের ঐতিহাসিক আমতলায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও শেরপুর জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী (আরই) সাইদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানান দূর্নীতি, ভুতুড়ে বিল, ঝিনাইগাতী আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তাদের ১০ কর্মদিবসের মধ্যে প্রত্যাহার, উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন, দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার, অফিস এলাকাকে দালাল মুক্ত, ব্যবহৃত ইউনিটের সঙ্গে অবিলম্বে সমন্বয়, অপ্রত্যাশিত বিল অবিলম্বে প্রত্যাহার, অপ্রত্যাশিত/ভুয়া বিল নিয়ে যে সকল গ্রাহকের নামে মামলা হয়েছে তাহা বিনা শর্তে প্রত্যাহার, নতুন এসটি ও এলটি লাইন স্থাপন/মেরামতের জন্য খুটি ও তার বাবদ টাকা নেওয়া বাতিলসহ নানান অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাবেদ আলী মাষ্টার, ঝিনাইগাতী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ঝিনাইগাতী উপজেলা জাসদের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ঝিনাইগাতী উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আনিছ আহম্মেদ, ভুক্তভোগী আমিনুল ইসলাম, ভুক্তভোগী মোখলেছুর রহমান লালচানসহ আরো অনেকেই।

এছাড়াও বক্তারা এ মানববন্ধনের মাধ্যমে সুষ্ঠু সমাধান না হলে পরবর্তীতে বৃহৎ আন্দোলন ও কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধনে প্রায় ২৫০ থেকে ৩০০ জন লোক অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর