রবিবার, ০৪ মে ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

বেলকুচিতে যমুনা নদীতে গোসলে নেমে ৭ম শ্রেণীর ছাত্র নিখোঁজ।

রিপোটারের / ২৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

সবুজ সরকার বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখায় গোসল করতে নেমে নাঈম (১২) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। নাঈম শনিবার দুপুরে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের নানার বাড়ির পাশে অবস্থিত যমুনা নদীর শাখায় গোসলে নেমে নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, নাঈম চন্দনগাঁতি গ্রামের নূরনবীর ছেলে। সে ক্ষিদ্রমাটিয়া গ্রামে তার নানা মুজামের বাড়িতে থেকে সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। আজ (শনিবার) দুপুরে তার সমবয়সী কয়েকজন ছেলে- মেয়ের সাথে গোসলে নেমে নদী সাঁতার দিয়ে পাড় হওয়ার সময় মাঝ নদীতে এসে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চেষ্টা করলেও কোন সন্ধান না মিললে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেয়।

বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার ফাইটার মুমিনুর রহমান মুঠোফোনে জানান, আমাদের কাছে ডুবরি দল নেই। রাজশাহী ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলে উদ্ধার কাজ চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর