রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলে আটক ও কারেন্ট জাল জব্দ।

ময়নূক হক মৃধা,গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি। / ২১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ৭ জেলেকে আটক করেন।

শনিবার(২৩ অক্টোবর) জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে ৭ জন জেলেকে গ্রেফতার করা হয়। এসময় ৫ কেজি ইলিশ মাছ এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এরমাঝে ৬ জনকে ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় ও একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে তার পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়। উদ্ধারকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয় ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রোকনুজ্জামান, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদ আহমেদ ও পাংশা থানা পুলিশের একটি দল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর