শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

ঋণের বোঝা কিছুটা হালকা করার সুযোগ চাই-আবু বকর সিদ্দীক।

রিপোটারের / ২৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নোয়াগাঁও সেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দীক গণসংযোগ অব্যাহত রেখেছেন। সোমবার খুরমা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুর্ঝাইপাড়া, ফুলবাড়ি, সিকন্দরপুর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি।

এসময় আবু বকর সিদ্দীক বলেন, আমি আমৃত্যু জনগণের পাশে থেকে সেবা করতে চাই। আমর সুদীর্ঘ পথ রাজনৈতিক পথ চলার সময়ে আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দেখিয়েছেন, আমি সত্যিই আপ্লুত। আমার জীবনের সবটুকু সময় মানুষের সেবা করার মধ্য দিয়ে কাটিয়েছি।

যেকোন দুর্যোগকালীন পরিস্থিতে সরকারের পাশাপাশি আমিও ব্যক্তিগতভাবে সাধ্যমত সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষৎতেও থাকবো ইনশাআল্লাহ। জনপ্রতিনিধি হলে ব্যাপক পরিসরে মানুষের সেবা করার সুযোগ রয়েছে। সেজন্যই আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, মুসলিম, হিন্দু সকল ধর্মের মানুষ আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছেন আপন জনের মত, তাতে বোঝা আরো ভারী হয়েছে। আমত্যুৃ আপনাদের কাছে থেকে এই ঋণের বোঝা কিছুটা হালকা করার সুযোগ চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর