রবিবার, ০৪ মে ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

কানাইঘাটে সড়ক দূর্ঘটনায় অফিস সহকারী নিহত।

রিপোটারের / ২৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

কানাইঘাট প্রতিনিধি: ঐতিহ্যবাহী কানাইঘাট ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শরিফ উদ্দিন এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা যায়,রবিবার বিকাল অনুমান ২ টার দিকে মোটর সাইকেল যোগে দিঘীরপার ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। শরিফ উদ্দিনের সাথে থাকা নেওয়াজ শরিফ যখন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাট সড়কের বাজার ঈদগাহ মাদ্রাসার সামনে বাই সাইকেল আরোহি একজনকে বাঁচাতে গিয়ে তাদের মোটর সাইকেলটি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে শরিফ উদ্দিন সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরত্বর আহত হন।

দুর্ঘটনাটি দেখে আশপাশ এলাকা থেকে লোকজন এসে তাৎক্ষনিক আহত শরিফ উদ্দিন ও তার সাথে থাকা নেওয়াজ শরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অফিস সহকারী শরিফ উদ্দিনের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে,শরিফ উদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য সি.ওমেক হাসপাতালে রাখা হয়েছে।

এ দিকে এলাকার পরিচিত মুখ কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ চটিগ্রাম নিবাসী ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শরিফ উদ্দিনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অনেকে তাঁর বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনকে শান্তনা প্রদান করছেন।

শরিফ উদ্দিন স্কুলের অফিস সহকারী হলেও তিনি নিয়মিত বিভিন্ন শ্রেণীর ক্লাস নিতেন। ছাত্রদের কাছে অত্যান্ত প্রিয় ছিলেন তিনি, এলাকায় সবাই তাকে শরিফ স্যার হিসাবে চিনে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৩ বছর ও এক ছেলে সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর