শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

গোয়ালন্দে পদ্মায় এক বাগাইড় ৩২ হাজারে বিক্রি।

রিপোটারের / ৪৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ৮ টার দিকে পদ্মা নদীর চর কর্নেশনা এলাকা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে জয় হালদার দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যাবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান এর আড়তে বিক্রয়ের উদ্দেশ্যে আনলে তিনি ১২’শত কেজি দরে মোট ৩০ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করেন। পরে তিনি দেশের বড় বড় ব্যাবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে ঢাকা কাঁচপুর এলাকার এক ব্যাবসায়ীর কাছে ১৩’শত টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫০০ টাকার বিক্রি করেন।

জেলে জয় হালদার জানান , প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে মঙ্গলবার সারারাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন।কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। শেষে বুধবার ভোরের দিকে জাল টানতেই দেখে একটি  বাগাইড় মাছটি ধরা পড়েছে। বিক্রিও করেছি ভালো দামে। এতে আমরা খুব খুশি।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। বাগাইড় মাছটি ১২’শত টাকা কেজি দরে কিনে এনেছি। মাছটি প্রতি কেজিতে ১’শত টাকা লাভে ঢাকার এক ব্যাসায়ীর কাছে বিক্রি করেছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর