শিরোনাম
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব। কালিয়াকৈরে ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে পথচারী।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

কাজিপুরে ছাত্রলীগের উদ্যেগে জেলহত্যা দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন।

রিপোটারের / ৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

 

কবির মাহমুদঃ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি কাজিপুরে ৩ রা নভেম্বর জেলহত্যা দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কাজিপুর উপজেলা ছাত্রলীগ।

উপজেলার স্বাধীনতা স্কয়ারে উপজেলা ছাত্রলীগ আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এসময় তিনি বলেন, “প্রজ্জলিত শিখার মতো উজ্জল জাতীয় চার নেতার আত্মত্যাগের দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর আদর্শে অটল থেকে তাঁরা শহীদ হয়েছেন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আদর্শ ধারণ করতে হবে, শহীদদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে”।একই সাথে তিনি শহীদ এম মনসুর আলী পরিবারের সদস্য হিসেবে উপজেলা ছাত্রলীগকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান।

উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩রা নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং এম মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর