শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

ব্রহ্মপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মিঠুর উঠান বৈঠকে জনতার ঢল।

রিপোটারের / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ। সেই ধারাবাহিকতায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এসএম আশরাফুজ্জামান(মিঠু) নিয়মিত চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।

মিঠুকে চেয়ারম্যান পদে জনমত যাচাইয়ে লক্ষ্যে নিজ গ্রাম সড়কুতিয়া বাসীর আয়োজনে শনিবার(৬ নভেম্বর)সন্ধ্যায় ব্রহ্মপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোহাগী বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে সড়কুতিয়া গ্রামের দলমত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠকে নেমে আসে জনতার ঢল।

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুজ্জামান মিঠু গ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আপনারাই আমার শক্তি,আপনারাই আমার সাহস। আপনাদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে আমি কৃতজ্ঞ।

এসময় আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী,অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আফাজ উদ্দিন,আব্দুর রাজ্জাক মাষ্টার,আবুল হোসেন,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বপন,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকবুল সরদার,সাধারণ সম্পাদক আফজাল সরদার, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিদুৎসহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর