Category: সম্পাদকীয়

  • বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন।

    বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধি :

    বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর বাঘা উপজেলা শাখার দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর-২৪) বেলা ১২ টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যেদের সন্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ/সোনালী সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব)।
    বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, ফজলুর রহমান, আমিনুল ইসলাম বনি, মঞ্জুয়ারা বেগম।
    কমিটিতে রয়েছেন-সহ-সভাপতি আশরাফুল আলম (বাংলাদেশের খবর/রাজশাহী প্রতিদিন), সহ-সভাপতি সাইদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের পত্রিকা/রাজশাহী সংবাদ), সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম (স্বদেশ প্রতিদিন) অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), জনকল্যান সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা (ফটো সাংবাদিক), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রেডিও পদ্মা), সাহিত্য সম্পাদক সুব্রত কুমার (দৈনিক জনবাণী)। নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), আসলাম আলী (নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন)। সাধারণ সদস্য পদে-আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজবার্ত), সোনিয়া বেগম (পদ্মা টাইমস)।

  • ধীন কন্ঠ অনলাইন পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    ধীন কন্ঠ অনলাইন পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা থেকে প্রকাশিত ‘স্বাধীন কন্ঠ’ অনলাইন পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী রাণীশংকৈল প্রেসক্লাব হলরুমে পালন করা হয়। এসময় পৃষ্ঠপোষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
    সোমবার(৭ অক্টোবর)রাণীশংকৈল প্রেসক্লাবে কেক কাটার মাধ্যমে স্বাধীন কন্ঠ অনলাইন পত্রিকার তৃতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা ক্রেস্ট প্রদানের অনুষ্ঠানে, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে, আজকের পত্রিকার সংবাদকর্মী খুরশিদ শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন লেখক কলামিস্ট ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  এম আর বকুল মজুমদার।
    শুভেচ্ছা বক্তব্য রাখেন,পত্রিকার সম্পাদক  ও প্রকাশক তাহেরুল ইসলাম তামীম,নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক একে আজাদ, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া,বিজয় রায়,আনোয়ার হোসেন আকাশ,আব্দুল্লাহ আল নোমান। বক্তারা পত্রিকার প্রচার,প্রসার ও উন্নয়নে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।
    এ সময় স্বাধীন কন্ঠ অনলাইন পত্রিকার পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা আহম্মেদ হোসেন বিপ্লব,সম্পাদক ও প্রকাশ তাহেরুল ইসলাম তামিম, নির্বাহী সম্পাদক এ কে আজাদ কে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাংবাদিক খালিদ মাহমুদ সুজন, সাংবাদিক মেহেদী হাসান ও গণ্যমান্য ব্যক্তি গণ।
  • বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রানা’র মুক্তির দাবিতে মানববন্ধন।

    বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রানা’র মুক্তির দাবিতে মানববন্ধন।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদ, সাংবাদিক রানার মুক্তি ও আইন অপব্যবহারকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।

    মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, জেলের ভয় দেখিয়ে সাংবাদিকদের কলম আটকানো যাবে না। ইতিপূর্বে জিডিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের হয়রানী করা হয়েছে। এখন ভ্রাম্যমান আদালত বসিয়ে করা হচ্ছে। কোনটাতেই ভয় পায় না সাংবাদিকরা। অনতিবিলম্বে সাংবাদিক রানাকে মুক্তি দিতে হবে। নয়তো আরও কঠোর আন্দোলন শুরু হবে।

    বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি  দৈনিক ভোরের কাগজের এন এম নুরুল ইসলাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কলম চলবে। মামলা ও জেলের ভয় করিনা। মামলায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

    দৈনিক দেশরুপান্তর পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার বলেন, সহকর্মীকে নি:শর্ত মুক্তি দিয়ে ইউএনও এবং এ্যাসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করতে হবে। সেই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের  আয়োজনে কর্মসূচিতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, দৈনিক দেশ রুপান্তরের ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার রাসেল, দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, দীপ্ত টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি মঈনুদ্দিন তালুকদার হিমেল, দেশ বাংলার ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা, দৈনিক কালেরকণ্ঠের সাংবাদিক হারুন অর রশিদ, রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, সহ-সাগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মিলন আকতার, প্রচার সম্পাদক মোতালিব সম্রাট, নির্বাহী সদস্য জুলফিকার আলী শাহ, সাংবাদিক মুনিরুজ্জামান অনিক প্রমুখ এতে বক্তব্য দেন।

    এ সময় বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের অন্যন্য সদস্যরা, শিক্ষক, সাংস্কৃতিক ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন।

    ঢাবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন।

    রাজবাড়ী প্রতিনিধিঃ
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি।
    শুক্রবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটপ্রদান করেন। ভোটগণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।
    নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবীর মাহমুদ, ইসলামী ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যসচিব মানস ঘোষ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক গিয়াস উদ্দিন।
    যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার হাসান উল্ল্যাহ খান রানা, আরটিভির সংবাদ উপস্থাপক শারমিন ইফফাত শামস তুলি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।
    কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাকিল হাসান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন উন্নয়ন কর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক হয়েছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক হয়েছেন তারেক হাসান নির্ঝর।
    এছাড়াও ১৫ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- তরিকুল ইসলাম খান রবিন, মো. আলী আসিফ শাওন, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল জাহিদ), কে এম শাখাওয়াত মুন, নাজমুল আলম নবীন, মাজহারুল আনোয়ার খান শিপু, লোপা হোসাইন, শওকত আহমেদ ফরিদী, রেজা ফরহাদ, শারমিন আখতার, মাসউদ বিন আবদুর রাজ্জাক, আমিনা ইসলাম, রফিকুল ইসলাম এবং অলিউর রহমান।
    প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কাজি রওনাক হোসেন, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
  • দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময়।

    দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকদের জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময়।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ১৭ ফেব্রুয়ারী শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বহুতল ভবনের সভা কক্ষে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নয়া দিগন্ত পত্রিকার  সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। দেওয়ানগঞ্জ  প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তর এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোষ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র  আইনজীবি এডভোকেট ইউসুফ আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ডিভিসি চ্যানেল ও  বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক শুভ্র মেহেদী, নিউজ 24’র তানভির আজাদ মামুন, এনটিভি’ র  সাংবাদিক আসমাহুল আসিফ সহ অন্যান্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালেরকণ্ঠ সাংবাদিক তারেক মাহমুদ, ভোরের কাগজ সাংবাদিক বিল্লাল হোসেন, সমকাল সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা, আজকের পত্রিকা সাংবাদিক মহসিন রেজা রুমেল, চ্যানেল এসটিভি সাংবাদিক ফারুক মিয়া, রাজধানী টিভি সাংবাদিক  রশীদুল আলম শিকদার,সাংবাদিক দেলোয়ার হোসেন,রুদ্র বাংলা সাংবাদিক আনোয়ার হোসেন রুবেল,গণকন্ঠ সাংবাদিক ফরিদুল ইসলাম,দুর্জয় বাংলা সাংবাদিক হারুন অর রশিদ সহ অন্যান্য। বক্তাগন সাংগঠনিক অবস্থা, সাংবাদিকতার সেকাল, একাল, বর্তমান অবস্থা, সমস্যা, সংকট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছারাও দিক নির্দেশনা মুলক বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক নেতারা।
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।

    রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনের সময় সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।
    এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবলিম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকরা।
    মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
    রাণীশংকৈল প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।
    সেখানে বক্তারা বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক।
    সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে।
    বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।
    আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানোর পাশাপাশি এটি করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
    তারা আরও বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।
    সংবাদকর্মী রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিবাদ সমাবেশে আসা সাংবাদিকরা
    রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন রাণীশংকৈল  প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী  এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. বিপ্লব
    প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশসহ অন্যান্য সদস্যরা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আন্দোলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
  • রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি মোস্তা- সম্পাদক তারেক আজিজ।

    রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি মোস্তা- সম্পাদক তারেক আজিজ।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল দ্বি-বার্ষিক কেন্দ্রীয় টাউন ক্লাবে উৎসবমুখর ভাবে ভোট সম্পন্ন হয়েছে।
    বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।এতে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
    সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
    সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ নির্বাচিত হয়।
    সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা রিক্সা প্রতিকে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌর কাউন্সিলর মো: শরিফুল ইসলাম ছাতা প্রতিকে তিনি পেয়েছেন ১৮৯ ভোট। তবে আরেক প্রার্থী রবিউল ইসলাম রবি আগেই ভোট থেকে সরে দাড়ান।
    সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফুটবল প্রতিকে ৩৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারেক আজিজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর আলম দেওয়াল ঘড়ি প্রতিকে তিনি পেয়েছেন ৯৩ ভোট।
    নির্বাচনে রানীশংকৈল যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রধান প্রিজাইডিং এর দায়িত্ব পালন করুন।
    টাউন ক্লাবের আহব্বায়ক আনিসুর রহমান বাকী  বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়েছি। এবং ভোটাররা সুন্দর ভাবে ভোট দিয়েছেন। এই নির্বাচনে ৯৭% মানুষ ভোট দিয়েছে।নির্বাচনে কোন বিশৃঙ্খলা হয়নি এইজন্য আমি ভোটার সহ সকল কেই ধন্যবাদ জানাই।
  • মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাবের অভিযেক ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাবের অভিযেক ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৯জুলাই)  দিনব্যাপী জেলার জাতীয় মহিলা সংস্থা  কার্যালয়ের আইভি রহমান অডিটোরিয়ামে প্রেসক্লাব সভাপতি ছালেহ আহমদ সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগরের মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল। প্রধান আলোচক ছিলেন রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক রজত কান্তি গোস্বামী, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা শ.ই. সরকার জবলু, সাবেক সভাপতি জিতু তালুকদার।

    অন্যান্যদের বক্তব্য রাখেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পিন্টু দেবনাথ, তাজুদুর রহমান তাজুদ, আবু জাফর বাবলা, মামুনুর রশীদ চৌধুরী মুসু, সফিকুর রহমান, লোকমান হোসেন, রনি আহমদ সহ আরও উপস্থিত ছিলেন  অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীবৃন্দ  ।

    অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়ানো মধ্যদিয়ে  বরণ করা হয়।এবং নবনির্বাচিত দু’বছর মেয়াদে অনলাইন প্রেসক্লাবের কার্যকমিটি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি। শেষাংশে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দশ বছর পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে পালন করা হয়।

  • রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক যায়যায় দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন
    রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আহাম্মেদ হোসেন বিপ্লব, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক ঠিকাদার আবু তাহের, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব।

    স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক বিজয় রায়, সমাজসেবক মোকাররম হোসাইন, সহকারি শিক্ষক মনির হোসেন টিপু, তারেক রহমান প্রমুখ।

    বস্তনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

  • ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন।

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তি, যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার মাজহারুল মান্নান,দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসীম সহ বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য মৌন প্রতিবাদ এবং মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।
    রোববার (০৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।
    এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    তারা বাংলাদেশের সকল সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ ও যেসব সাংবাদিকদের কারাবন্দি করে রাখা হয়েছে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাদের দ্রুত মুক্তি না দিলে সারাদেশে ব্যাপক কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।