Tag: আরহী

  • গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

    গোদাগাড়ীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।

    রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে বাবা ও ছেলে দু’জন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটের দিকে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা যায় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবা এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ও ছেলে দুজনেই নিহত হন ।

    নিহতরা হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া ৪২ ও তার ছেলে আব্দুল্লাহ আলিফ ১৩। নিহত সাজু মিয়া দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন।
    নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

    গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, সাজু মিয়া ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পার্শ্বে অপেক্ষা করছিলেন এ সময় বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে চাঁপা দেয়,এতে বাবা-ছেলে দুইজনে ঘটনাস্থলে নিহত হয়। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সিরাজগঞ্জ সদরে বাস চাপায় মোটরসাইকেল আরহী নিহত।

    সিরাজগঞ্জ সদরে বাস চাপায় মোটরসাইকেল আরহী নিহত।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে বাস চাপায় আবুল কালাম(২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

    শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

    নিহত আবুল কালাম (২৯) সয়দাবাদ গ্রামের কলেজপাড়ার হামিদ জোয়াদ্দারে ছেলে। তিনি পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।

    সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও তার স্বজনেরা জানান, কালাম মোটরসাইকেল নিয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে যাচ্ছিল।

    এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

  • উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী রাজমিস্ত্রী’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় নায়েব আলী(২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নায়েব আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রুয়াপারা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।

    জানা যায় শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় নায়েব আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে কাজের উদ্দেশ্যে হাটিকুমরুলে যাচ্ছিলো। অপর দিকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। নায়েব আলীর মোটরসাইকেলটি ঢাকা-রাজশাহী মহাসড়কের সাতটিক্রি এলাকায় আসা মাত্র গরু বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে মারা যায়। উৎসুক জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় সংবাদ দেয়।

    এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।পরে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই আইনী প্রক্রিয়ায় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।