Tag: আর্থিক অনুদান

  • বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন।

    বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন।

    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিভিন্ন সময়ে বন্যহাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ৪ লাখ ৬০ হাজার টাকার সরকারি আর্থিক অনুদানের চেক বিতরন করেছেন দক্ষিন চট্টগ্রাম বন বিভাগ।
    ২ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টার সময় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দক্ষিন চট্টগ্রাম বন বিভাগের উদ্যোগে আয়োজিত চেক বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
    আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন্যপ্রাণী ও বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালীপুর রেঞ্জ কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
    অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বনদস্যুদের বন উজাড় এবং বন নিধন করে চাষাবাদের ফলে বনের হাতিরা তাদের খাবার না পেয়ে লোকালয়ে চলে এসে বাড়ি ঘরে হামলা চালায় এবং ফসলের ক্ষতি করে। বন্যপ্রাণীর আক্রমন থেকে নিরাপদ থাকতে হলে হাতিদের চলাচলের রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। চেক বিতরন অনুষ্টানে ১ জন মৃত পরিবার এবং ৪ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সর্বমোট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।
    ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বন বিভাগের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপুরন পেয়ে দক্ষিন চট্টগ্রাম বন বিভাগকে কৃতজ্ঞতা জানান।
    উল্লেখ্যঃ বাঁশখালী উপজেলার পাহাড়ী অঞ্চলে বন উজাড়ের ফলে বন্য হাতিরা বিগত বেশ কয়েকবছর থেকে বাঁশখালীর পুকুরিয়া, বানিগ্রাম, সাদনপুর, জলদী, চাম্বলসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে এসে যান মালের ব্যাপক ক্ষতি সাধন করে আসছে। এর ফলে অনাকাংখীতভাবে বনের অনেক হাতি জনসাধারন কতৃক হতাহতও হচ্ছে, যা জিববৈচিত্র সংরক্ষনের জন্য মারাত্বক হুমকিস্বরুপ।
  • মাধবপুরে পূজা মন্ডপে ও চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ।

    মাধবপুরে পূজা মন্ডপে ও চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ।

     

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২২টি দুর্গা পূজা মন্ডপ ও ৫ হাজার ৫’শ ৪৬ জন চা শ্রমিকের মাঝে ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান ।

    এ উপলক্ষে শুক্রবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আশ্রাব আলীর সঞ্চালনায় এক অনুষ্টান অনুষ্টিত হয় ।

    সভায় চেয়ারম্যান বাবুল হোসেন খান,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের জগদীশ চন্দ্র রায়,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাশ,লিটন রায় ,দুলাল মোদক প্রমূখ বক্তব্য রাখেন । সভা শেষে জেলা প্রশাসক ১২২টি পূজা মন্দিরের সভাপতির হাতে প্রত্যেককে ১৪ হাজার ৪শ টাকা করে পূজার সরকারী অনুদান বিতরণ করেন ।

    উপজেলার ৫ টি চা বাগানের ৫ হাজার ৫’শ ৪৬ জন চা শ্রমিকের মাঝে এককালীন ৫হাজার টাকা অনুদান বিতরণ উদ্বোধন করেন এবং অনঅগ্রসর জনগোষ্টীর ৪৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন ।