ঢাকার চলচ্চিত্রে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানান জীবনে আর কোন নির্বাচনে অংশ নেবোনা এমনকি শিল্পী সমিতির নির্বাচনেও অংশ গ্রহন করবো না। আমি নির্বাচন করমু আর আমি জানি না এইডা কেমন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে আমার সঙ্গে কথা কইলেইতো জিনিসটা দিনের মত পরিষ্কার হইতো।
কেন নির্বাচন করবেন না গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন আমার শারীরিক অবস্থা ভালো না। ওপেন হার্ট সার্জারি করা মানুষ আমি। এমনকি চোখেও অস্ত্রপাচার করতে হয়েছে।শারীরিক ভাবে অসুস্থ্য।টেনশান ও ঝামেলার কোন কাজে আমি যাবো না। এ কারনে বর্তমানে শুধু শিল্পী সমিতিই নয়,কোন প্রকার নির্বাচনে অংশ গ্রহন করবো না।
ভাবছিলাম এমপি নির্বাচন করমু কিন্তু শারিরীক অবস্থা কথা চিন্তা করে সে পরিকল্পনাও আর করছি না। শরীর সুস্থ্য হলেও আমি কোন নির্বাচনে অংশ নেব না।আমি দেশবাসীর কাছে দোয়া চাই।
সূত্রঃ রিডমিক নিউজ