Tag: ঝিনাইদহ

  • ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত

    ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপায় পাঁচ বছরের শিশু ধর্ষণ মামলায় মোঃ তরিকুল ইসলাম জোয়ারদার নামের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৬মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত মোঃ তরিকুল ইসলাম জোয়ারদার উপজেলার রয়েড়াগ্রামের মৃত মেন্দা আলী জোয়ারদারের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপার রয়েড়া গ্রামের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তরিকুল। নির্যাতিতা ওই শিশু তার উপর ঘটে যাওয়া ঘটনা পরিবারকে জানালে শৈলকূপা থানায় তার চাচা নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার মামলার আসামিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।এই টাকা অনাদাযে আরো চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

  • ঝিনাইদহে প্রধান শিক্ষক গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

    ঝিনাইদহে প্রধান শিক্ষক গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

    অনলাইন ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের স্কুলের শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নজরুল ইসলাম (৫২)নামের এক প্রধান শিক্ষক।

    নিহত নজরুল সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাগান্না ঢালীপাড়া গ্রামের মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।

    আজ বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে ওই শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক নজরুল ইসলামের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন।
    পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন মর্গে পাঠানো হয়। যে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে লাগানোছিলো। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
    নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জান গত ১৩ সেপ্টেম্বর নজরুল স্কুলে এসে আর বাড়িতে ফেরেনি। সেই থেকে ফোন বন্ধ করে নিখোঁজ ছিলো। আমার ভাইয়ের সাথে পারিবারিক কোন সমস্যাছিলো না।

  • ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু।

    ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু।

    ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে গনেশ চন্দ্র (৬২) নামের এক মানষিক রুগীর মৃত্যু হয়েছে ।

    মঙ্গলবার (২২শে জুন) দুপুর সাড়ে ১২ টার সময় যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনটি কোটচাঁদপুর রেলষ্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে। নিহত গনেশ চন্দ্র পৌরশহরের মৃত নিতাই চন্দ্রের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ছিটকে চাকার নিচে পড়ে যায় এতে ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে মৃত্যু বরণ করেন।
    এসময় নিহত পরিবারের কাছ থেকে জানা যায়, নিহত গনেশ চন্দ্র বেশ কিছুদিন মানষিক ভারসাম্যহীনতায় অসুস্থ ছিলেন।

    এ ঘটনা চাঁদপুর মডেল থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক তৌফিক আনাম সঙ্গীয় ফোর্স সহ দূর্ঘটনার জায়গাটি পরিদর্শন করেন। এসময় তিনি জানান ট্রেন দূর্ঘটনায় মৃত্যুর কারনে এ ঘটনা রেলওয়ে পুলিশ তদন্ত করবে এবং তারা লাশটি হস্তান্তর করবে।তারা না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।

    এবিষয়ে রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল হক জানান, দূর্ঘটনার সাথে সাথেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়িতে ম্যাসেস পাঠিয়েছি।তারা দ্রুতই চলে আসবেন।