দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গোয়াল ঘরের ঝুপড়ি থেকে বন বিড়ালের ৬টি বাচ্চাকে উদ্ধার করে বন বিভাগের তত্ত্বাবধানে প্রেরণ করেছেন দেওয়ানঞ্জের ইউএনও ।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকার আব্দুর রশিদ সরকারের বাড়ীর গোয়াল ঘরের ঝুপড়ি থেকে বের হওয়া বন বিড়াল গুলোকে উদ্ধার করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। তিনি যথাযথ ভাবে প্রাণী সম্পদ বিভাগের গাড়ীতে বিড়াল গুলোকে জামালপুর বন বিভাগে প্রেরণ করেন। তিনি জানান, বিড়ালগুলোকে উদ্ধার করে অফিশিয়াল গাড়ীতে তুলে জামালপুর বন বিভাগের দায়িত্বে অর্পণ করেছি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর ও বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সেখানে গিয়েছিলাম।

প্রাণী গুলোকে উদ্ধার করেছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তারা অবমুক্ত করবে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ডাঃ আবু তাহের, শিক্ষক রাজন সহ এলাকাবাসী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।