Tag: ঝুলন্ত লাশ উদ্ধার

  • কলাপাড়ায় এক সন্তানের জননির ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    কলাপাড়ায় এক সন্তানের জননির ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(১৬ মে) দুপুরে উপজেলার টিয়াখালী ইউপির মধ্য টিয়াখালী গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত রুবিনা ওই এলাকার শিমুল খলিফার স্ত্রী।

    এ ঘটনায় গৃহবধুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ দম্পত্তির ঘরে রাইতুল খলিফা নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে কাঠের ঘরের দোতালা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সকালে গৃহবধুর সাথে তার স্বামীর ঝগড়ার একপর্যায় তাকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে কি কারনে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে তা পোষ্টমর্টেম রিপোর্ট পেলে জানা যাবে।

  • লক্ষ্মীপুর রামগঞ্জে হিন্দুসম্প্রদায়ের ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    লক্ষ্মীপুর রামগঞ্জে হিন্দুসম্প্রদায়ের ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    লক্ষীপুর রামগঞ্জে হিন্দুসম্প্রদায়ের ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ১৪ মে বিকেলে পুর্ব চন্ডিপুর ঠাকুর বাড়ির পুকুর পাড় থেকে হিন্দু সম্প্রদায়ের ঠাকুর বিমলেন্দ্র চক্রবর্তি প্রকাশ মন্টু ঠাকুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করার সময় তার পড়নে লুঙ্গিতে মোড়ানো একটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ নিহতের ভাইয়ের পুত্র রঞ্জন চক্রবর্তির আবেদনের প্রেক্ষিতে ইউডি মামলা রুজু করে শনিবার সকালে লাশ ময়না তদন্ত  করতে জেলার সদর মর্গে প্রেরন করেছে।

    স্থানীয় সুত্রে জানায়,রামগঞ্জ উপজেলার পুর্ব চন্ডিপুর গ্রামের ঠাকুর বাড়ির ওয়াকর্ফ সম্পত্তিতে মন্টু ঠাকুর এবং তার পরিবারের সদস্যরা বসবাস করতো। স্থানীয় একটি দুস্ট চক্র তাদের ওই বাড়ির থেকে উচ্ছেদ করতে বসতঘরে অগ্নিসংযোগ ও দফায় দফা মারধর করে। এতে অতিষ্ঠ হয়ে মন্টু ঠাকুরের স্ত্রী-সন্তান,ভাই এবং ভাইয়ের স্ত্রী এলাকা ছেড়ে অন্যত্বে বসবাস করছে। গ্রামের ঝুমুর সহ কয়েকজন বলেন,বিগত এক বছর যাবত মন্টু ঠাকুর বাড়িতে একা বসবাস করছে। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় দীঘিতে গোসল করে বাড়িতে ফিরে এবং বেলা ১টার দিকে বাড়ির পশ্চিমে পুকুর পাশে কাঠাল গাছে লাশ ঝুলতে দেখা যায়।

    গ্রামবাসীরা জানান,ঠাকুর বাড়ির ওয়াকর্ফ সম্পত্তি নিয়ে স্থানীয় আব্দুর রশিদ মোল্লাসহ কয়েকজনের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত মামলা চলে আসছে। লাশ উদ্ধার করার সময় উপস্থিত থাকায় রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বলেন,আমরা কিছু আলামত জব্দ করেছি। তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,পুলিশ লাশ উদ্ধার করার পর বার বার খবর দেওয়ার পরেও নিহতের সন্ত্রান উপস্থিত হয়নি। লাশ ময়ন্ত তদন্ত করতে লক্ষীপুর জেলার  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     

  • ফুলবাড়ীতে এক ভ্যান চালক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    ফুলবাড়ীতে এক ভ্যান চালক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার-ভোরের কণ্ঠ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম(৩২) নামের ঝুলন্ত অবস্থায় এক ভ্যান চালক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    উপজেলার শিবনগর ইউনিয়নের মধ্য সুলতানপুর গুচ্ছ গ্রামে নিজ ঘর থেকে ওই যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

    নিহত রফিকুল ইসলাম ঐ এলাকার আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক ছিলেন। নিহত র‌ফিকুলের বোন আ‌মেনা বেগম বলেন,সোমবার সকা‌লে তার উঠানে রোপনকৃত সব‌জি গাছ দেখভাল কর‌তে গে‌লে, ঘ‌রের দরজা বন্ধ দে‌খে তাকে ডাকা ডা‌কি ক‌রে।

    সাড়া শব্দ না পে‌য়ে দরজার ফু‌টো দি‌য়ে ভা‌ইয়ের ঝুলন্ত লাশ দেখ‌তে পান। সা‌রেজ‌মি‌নে দেখা যায়, ঘ‌রের বর্গার সা‌থে লাইল‌নের নতুন দ‌ড়ি‌তে  ঝুল‌ছে র‌ফিকুল ইসলা‌মের লাশ। গা‌য়ে জ্যা‌কেট ও পা‌য়ে‌ জুতো পরা আ‌ছে।

    ফুলবাড়ী থানার অ‌ফিসার‌ ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। থানার উপ-প‌রিদর্শক এসআই রেজাউল ক‌রিম জানান,’ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধা‌রের পর ময়না তদ‌ন্তের জন্য দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

    তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।