Tag: ঝুলন্ত
-
মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রমজান আলী (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের সাহেব আলীর ছেলে।প্রতিবেশী সূত্রে জানা গেছে, রোববার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় রমজান আলী তাঁর টিন সেটের বসত ঘরের দরজা ভেতর থেকে আটকিয়ে গলায় ফাঁস দেয়। প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের মাচানের সাথে ঝুলন্ত অবস্থায় রমজান আলীর লাশ উদ্ধার করে। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। জানাযায় দুই মাস আগে রমজান আলীর স্ত্রী তার ছেলে মেয়েদের তাদের নানা বাড়ি শ্রীমঙ্গলে রেখে সৌদি আরবে চলে যায়।এইদিকে রমজানের স্ত্রী চলে যাওয়ায় সে বাড়িতে একাই থাকত। রমজান মাদকাসক্ত ছিল, কখনো কখনো অতিরিক্ত মাদক সেবনের ফলে পাগলের মতো আচরণ করতো। দুই মাস পূর্বেও সে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে।কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই ফজলুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। -
রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার।
ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। বাবার বাড়ি আশ্রয়ণ প্রকল্পের শয়ন ঘর থেকে লতা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪অক্টোবর) সকালের দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে।ওই গৃহবধু ভোলাপাড়া গ্রামের বাপ্পীর স্ত্রী। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। বিয়ের পর বাপ্পী ঢাকায় গার্মেন্টসের কাজের জন্য পাড়ি জমান।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পুর্ব ভোলাপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা পিতা দুলালের বাড়ীতে কয়েকদিন আগে লতা মেহমান আসে। কাল রাতে সে অজ্ঞাত কারণে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়। সকালে পরিবারের লোকজন ঘরের তীরের সাথে লতাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে তখনি স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। তবে লতার বাবা দুলাল হোসেন বলেন, কারো প্রতি তার কোন অভিযোগ নেই।রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়ে সেখান থেকে উদ্ধার করি। কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মৃত্যু মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে । -
মাধবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।
মাধবপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।
হবিগঞ্জের মাধবপুরে জুনাইদ মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কলেজ ছাত্র সুবিদপুর গ্রামের আব্দুর আওয়াল এর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১১ টায় এক ১৭ বছরের কিশোরী জুনাইদ মিয়ার ছোট ভাইকে ফোন করে বলে তোমার ভাই আত্মহত্যা করেছে। এ কথা শুনে তার ছোট ভাই আত্মীয় স্বজন নিয়ে খোজাখুজি করে উপজেলা বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের শিশু মিয়ার বাড়ির উত্তর পাশে কাঠ বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। জুনাইদ মিয়া মনতলা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণি ছাত্র।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন জানান- পুলিশ রাতে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
-
লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।
লক্ষ্মীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে বিপ্লব(১৯) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশের সদস্যরা।
রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে নিজ বাড়ির পাশেই এই ঘটনা ঘটে।
বিপ্লব রাখালিয়া গ্রামের এলাহি বক্স হাজী বাড়ির সবুজ মিয়ার ছেলে। সে সদর উপজেলার দালাল বাজারে একটি স্টিলের আলমিরা তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বিপ্লবের মৃত্যুটি রহস্যজনক বলে জানান এলাকাবাসী ও স্বজনরা।এ সময় তারা জানান,নিহত বিপ্লবের গলায় পেঁচানো দড়ি একটি আম গাছের সঙ্গে বাঁধা ছিল। পা দুটি ছিল মাটির সঙ্গে লাগানো। তার কানে লাগানো ছিল হেডফোন।
বিপ্লবের মা বিলকিস বেগম বলেন, দালাল বাজারের একটি দোকানে কাজ করতো বিপ্লব। সেখানেই থাকতো সে,বাড়িতে আসতো না। ভোরে আশেপাশের লোকজন বাড়ির পাশের একটি গাছের সঙ্গে আমার ছেলে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন,শনিবার (২৬ মার্চ) বিকেলে বিপ্লবের খোঁজে মোটরসাইকেলে করে দুই অপরিচিত লোক আমাদের বাড়িতে আসে। আমার ছেলে নাকি তাদের দোকানে কাজ করতো। তারা তখন আমাকে জানান- তাদের আড়াই হাজার টাকা নিয়ে বিপ্লব কোথায় নাকি চলে গেছে। এ কথা শোনার পর আমি তাদের বলেছি- ছেলে বাড়িতে থাকে না, যেখানে কাজ করে সেখানে থাকে। কীভাবে বা কেন ছেলের মৃত্যু হয়েছে তা বলতে পারছি না।
এ তথ্য নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান নিহত বিপ্লবের লাশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য ময়নাতদন্ত করতে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর রহস্য যানা যাবে।
-
সলঙ্গায় হাসপাতাল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।
সলঙ্গায় হাসপাতাল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হাটিকুমরুল রোড গোলচত্বর (চড়িয়া) এলাকা হতে কামাল হোসেন (৫৩) নামের এক হাসপাতাল কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল রোড (চড়িয়াশিকার) গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
কামাল হোসেন নরসিংদী জেলার বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয়রা জানায়, কামাল প্রায় ১৭-১৮ বছর ধরে হাটিকুমরুল রোডের আশপাশে ভাড়াবাড়িতে বসবাস করে আসছিলেন।
গত কয়েক বছর ধরে ইদানিং তিনি সিরাজগঞ্জ রোডের একটি বেসরকারী হসপিটালে চাকরী করতেন।এলাকাবাসী জানান, কামাল পরিবার নিয়ে ১৭ বছর আগে সিরাজগঞ্জ রোডে আসেন। দীর্ঘদিন এখানে ভাড়া বাড়িতে বসবাস করেন। গত কয়েক বছর ধরে সিরাজগঞ্জ রোডের ধারে চড়িয়া গ্রামে একটি বাড়ি ক্রয় করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ী বসবাস করেন। প্রথমে ভাঙ্গুড়ির ব্যবসা শুরু করলেও পরে রোডের বিভিন্ন হসপিটালে চাকরি করতেন।
স্থানীয়রা আরও জানায়, সে গত কিছুদিন ধরে বাড়িটি বিক্রি করেন এবং কয়েক সপ্তাহ আগে স্বপরিবারে এখান থেকে অন্যত্র চলে যায়। বিক্রি করা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে বাড়িটি পরিত্যক্ত থাকায় বাড়ির নতুন মালিক মানিক হোসেন আজ শুক্রবার রাতে বাড়িতে ঢুকে কামালের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
-
বাঘায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার।
রাজশাহীর বাঘায় প্রান্ত কুমার সরকার (২২) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রান্ত কুমার সরকার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোত জয়রামপুর গ্রামের ষষ্ঠি মহন সরকারের ছেলে।শনিবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় নিজ ঘরের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রান্ত কুমার সরকার উপজেলা শাহদৌলা সরকারি কলেজের প্রানিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন থেকে প্রান্ত কুমার কারো সাথে কোন কথা বলতো না। এমনকি পরিবারের লোকজনের সাথেও না। সে মানষিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ির বাইরে পরিবারের লোকজন সাংসারিক কাজ করছিল। এ সময় তাঁর নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে গায়ের চাদরে ঝুলে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করেন।এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত ) রফিকুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে -
মাধবপুরে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার।
মাধবপুরে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার
নাহিদ মিয়া, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের ইউসুব শাহ এর দোকানের পিছনে বাজারের পশ্চিম উত্তর দিকে কবর স্থানের আকাশি করছ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে দিকে পুলিশ সূত্রে জানা যায় যে,মৃত ব্যক্তি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের পিতা মৃত তালেব আলীর পুত্র মোঃ সোনাব আলী (৫৫)।এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যে,ঘটনা স্থলে কাশিমনগড় পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীষ তালুকদার সহ আমাদের টিম কে পাঠানো হয়েছে।মৃত্যু কারণ জিজ্ঞেসাবাদ এবং তদন্ত প্রক্রিয়াধীন।
-
কুলাউড়ায় ঝুলান্ত যুবকের লাশ উদ্ধার।
শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সুমন বিশ্বাস(৩৫)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৭ নভেম্বর সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রামের একটি ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্হায় তার লাশ উদ্ধার করা হয়।তিনি একই ইউনিয়নের বেগমানপুর গ্রামের নিলাময় বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিনয় ভূষণ রায় আমারজমিনকে জানান পারিবারিক কলহের কারনে সুমন আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারন জানা যাবে।
-
চরফ্যাসনে শয়ন কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।
চরফ্যাসন(ভোলা)সংবাদদাতাঃ ভোলার চরফ্যাসন উপজেলার হাজারীগঞ্জ শয়ন কক্ষ থেকে পারভীন (৩৫) নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশের সদস্যরা।
সোমবার (৪ অক্টোবর) হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডে স্বামীর শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শশীভূষন থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ ওই গ্রামের ইউসুব বেপারীর স্ত্রী।
পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়, হাজারীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউসুব বেপারীর সাথে ১৫ বছর আগে পারভীনের বিয়ে হয়। তাদের ঘরে ৪ সন্তান রয়েছে। দ্বীর্ঘদিন যাবত ওই গৃহবধূ পেটের ব্যাথা সহ নানান রোগে ভুগছিলেন।
ঘটনার দিন তার স্বামী নদীতে মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন। ৪ সন্তান নিয়ে বাড়িতে একই ছিলেন তিনি। পেটের ব্যাথা সহ্য করতে না পেরে গৃহবধূ পারভীন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শশীভূষণ থানার ওসি মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারন জানার জন্য নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
-
সিলেটে নিজ বসত বাড়ি থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের মজুমদরির একটি বসত বাড়ি থেকে আপন দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকালে কোনাপাড়া এলাকার নিজ বসত বাড়ি থেকে রানী বেগম(৩৪) ও তার বোন ফাতেমা বেগম(২৮) নামের দুটি লাশ উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কায়েস নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান নিহতরা একই মহল্লার কলিম উল্লার মেয়ে।
এ সময় তিনি বলেন সকালে রানী ও ফাতেমার লাশ ঝুলন্তবস্তায় দেখে তার স্বজনেরা বিষয়টি আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরো জানান বয়স তাদের যাই হক প্রায় সময় তাদের মধ্যে পারিবারিক কলহ ও ঝগরা বিবাদ লেগে থাকতো।
এ ঘটনা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট তানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির গণমাধ্যমকে জানান ধারনা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তবে কিভাবে আত্মহত্যা করেছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট হাতে আসলে নিহতদের আত্মহত্যার কারন বোঝা যাবে।আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।