Tag: টহল

  • তাড়াশে ইউএনও’র নজরদরিতে বিধিনিষেধ বাস্তবায়নে বিজিবি’র টহল।

    তাড়াশে ইউএনও’র নজরদরিতে বিধিনিষেধ বাস্তবায়নে বিজিবি’র টহল।

    সিরাজগঞ্জের তাড়াশে ইউএনও’ র নজরদারিতে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বিজিবি’র টহল বাড়ানো হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিজিবি’র সদস্যদের নিয়ে উপজেলার তাড়াশ পৌরসভার সদর বাজারে টহল দিয়ে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে চেষ্টা চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম।

    জানা গেছে সারাদেশে সরকার স্বাস্থ্য বিধি রক্ষায় যখন লকডাউন বাস্তবায়ন করতে সরকারের কঠোর নির্দেশনা দিচ্ছে তখন জনসাধারণ অমান্য করে,স্বাস্থ্য বিধি রক্ষা না করে ,বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়া বিষয়ে তিনি জনগনকে সচেতন করতে এই টহল চলমান রেখেছেন।

    মুখে মাস্ক পরার জন্য ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে সচেতন করছেন। সরকারী বিধি না মেনে দোকান খুলে রাখার দায়ে ২জনকে ভ্রাম্যমাণ দিয়ে ৭শ টাকা জরিমানা করেছেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম বলেন, ‘কোভিট ১৯’ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সকল কর্মসুচি বাস্তবায়ন করতে এ টহল অব্যাহত থাকবে।

  • করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে তাড়াশ প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা।

    করোনা সংক্রমণ প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাড়াশ সদর বাজারে ও নওগাঁ হাটে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অমান্য করায় তাড়াশ সদরে মোটর সাইকেল চালানোর অপরাধে ২ জনকে ১ হাজার টাকা ও নওগাঁ হাটে দোকান খুলে রাখার অপরাধে ২জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মোবাইল কোর্ট ও টহল পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, সহকারী কমিশনার ভূমি ওবায়দুল্লাহ, থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, বাংলাদেশ সেনাবাহিনী এর সদস্যগণ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম,তাড়াশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন সরকারের নির্দেশনা গুলো মেনে চলার জন্য। ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিয়মিত মাস্ক পরুন। তিনি আরোও বলেন সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে।