Tag: টাইল

  • বড়লেখায় পত্রিকা এজেন্সির ম্যানেজারকে ফিল্মি স্টাইলে নির্যাতন।

    বড়লেখায় পত্রিকা এজেন্সির ম্যানেজারকে ফিল্মি স্টাইলে নির্যাতন।

    শাহরিয়ার আহমেদ,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অটোরিকশা চালক নাম ধারি অর্ধশতাধিক সন্ত্রাসীদের অর্তকিত হামলায় গুরুতর আহত হয়েছেন দিশারী লাইব্রেরী পত্রিকা এজেন্সির ম্যানেজার সজল দেবনাথ।
    এজেন্সি সংলগ্ন এক পত্রিকা ক্রেতার মোটরসাইকেলের সাথে অটোরিকশার ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে বৃহঃবার দুপুরে এজেন্সি থেকে।তুলে নিয়ে তাকে অমানসিক নির্যাতন, গলায় থাকা।স্বর্ণের চেইন পকেটের টাকা লুট করা হয়েছে। আহত সজল দেবনাথ সিলেট এমজি ওসমানি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
    অর্তকিত হামলার ঘটনায় বৃহওর সন্ধ্যায় তিনি হামলায় নেতৃতদানকারী সন্ত্রাসীর নাম উল্লেখ ও আরো ২২ জনকে অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ করেছেন। পত্রিকা এজেন্সির ম্যানেজারের উপর হামলার ঘটনায় শুক্রবার বড়লেখায়  সকল জাতীয় স্হানীয় পত্রিকার বিপণন ব্যাহত হয়েছে।
    এদিকে বড়লেখা পৌরশহরের একমাত্র পত্রিকা এজেন্সির উপর প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বড়লেখায় কর্মরত জাতীয় স্হানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ। বড়লেখা পেসক্লাব, বড়লেখা উপজেলা পেসক্লাব, সাংবাদিক সমিতি, অনলাইন পেসক্লাব ও অনলাইন রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
    প্রত্যক্ষদর্শী ও থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, বৃহওর দুপুরে বড়লেখা পৌরশহরের রেলস্ট্রেষন রোডে পত্রিকা এজেন্সির পাশে পত্রিকা কিনতে আসা ব্যক্তির মটোরসাইকেলকে ধাক্কা দেয় সিএনজি চালিত অটোরিকশা। এ নিয়ে চালক ও মটোরসাইকেল আরোহীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে,পত্রিকা এজেন্সির ম্যানেজার সজল দেবনাথ এজেন্সি থেকে বেরিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
    এ সময় সিএনজি চালক তাঁর সাথে ঝগড়ায় ঝড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিষয়টি নিষ্পর্তি হলে অটোচালক চলে যান। এর প্রায় আদাঘন্টা পর পার্শবর্তী পানের দোকানদ্দার সাদ্দাম হোসেন ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক নেতা অর্ধ শতাধিক চালককে সঙ্গে নিয়ে অর্তকিতভাবে পত্রিকা এজেন্সি থেকে ম্যানেজারকে তুলে নিয়ে লাথি কিল ঘুষি মারতে থাকেন।
    অটো চালকদের সংঘবদ্ধ আক্রমমণ থেকে বাঁচাতে এ রোডের কোনো ব্যবসায়ী সাহস করেননি। মারতে মারতে অনেক দুর নিয়ে যাওয়ার পথে কয়েকজন ব্যবসায়ী এগিয়ে তাদের কবল থেকে সজল দেবনাথ কে উদ্ধার করেন। তাদের অমানবিক আক্রমনে সজলের কানের পর্দা ফেটে যায়। শরীলে কিল ঘুষির আগাতে অনেক জখম হয়।তাকে।বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
    কিল ঘুষিতে কানের পর্দা ফেটে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। এর আগে আহত পত্রিকা এজেন্সির ম্যানেজার সজল দেবনাথ হামলা কারীদের বিরুদ্ধে থানায় মামলা করেন
    বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে এ বিষয়ে যথাযত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।