ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হিজরাদের টাকা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এক কর্মকর্তাও রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার ৭ জানুয়ারী বিকেল ৫ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণের সামনে হিজরাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরবর্তি সময়ে দফায় দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ,হাকিম চত্বর ও রোকেয়া হলের সামনে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। এ সম্প্রদয়ের লোক মানুষের মাঝে ঘুরে টাকা তুলে খেয়ে পড়ে বেঁচে থাকে আজ টাকা তোলা নিয়ে তাদের মধ্যে মারামারি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজধানীর হাতিরপুল এলাকায় হিজরা সম্প্রদয়ের দু’টি গ্রুপ দীর্ঘ দিন টাকা তুলে থাকে। কিন্তু হাতিরপুল এলাকার হিজরারা আজ শুক্রবার বিকেলে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাকা তুলতে আসেন৷
এ নিয়ে দু’গ্রুপের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি পরে সংঘর্ষ শুরু হয়। জাতীয় কবির সমাধি প্রাঙ্গণের সামনে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, হাকিম চত্বর ও রোকেয়া হলের সামনে কয়েক দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে হাতিরপুল এলাকার হিজরাদের পক্ষ হয়ে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা ইউনুস আলীর ছেলে সাদমান সাকিব৷ সেখানে তিনিও তাদের দ্বারা আক্রান্ত হন।
সাদমান ছাড়াও হিজরাদের দুই পক্ষের ৪ জন আহত হন। শাহবাগ থানা-পুলিশের সহায়তায় প্রক্টরিয়াল টিমের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী আমারজমিনকে বলেন,বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত আছেন। এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।