Tag: টিউবওয়েল

  • তাপদাহে পুড়ছে বাঘা, টিউবয়লে থাকছে না পানি।

    তাপদাহে পুড়ছে বাঘা, টিউবয়লে থাকছে না পানি।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধি:

    তাপদাহে পুড়ছে পুরো বাঘা, টিউবয়লে থাকছে না পানি।তাপদাহে পুড়ছে পুরো উত্তরাঞ্চল। বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ। এদিকে, সামনের দিনগুলোয় আরও তাপমাত্রা বাড়ার শঙ্কা আবহাওয়া অফিসের। তবে মৌসুমি রোগবালাই মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল ১৫ দিন ধরে এই অঞ্চলে সূর্য তাপ দিচ্ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারো বেশি।

    ভ্যাপসা গরমে রাজশাহীর বাঘার সাধারণ মানেুষের  যায় যায় অবস্থা। শান্তি নেই কোথাও। মাঠে কাজ করতে গেলে দুর্বল হচ্ছেন মানুষ। গেল ৫০ বছরে প্রকৃতির এমন বিরূপ দৃশ্য দেখেনি এখানকার মানুষ।

    আবহাওয়া অফিস বলছে, সূর্যের এই তাপ সাধারণত জুন-জুলাইয়ে অনুভব হলেও এবছর অনেক আগেই ছড়িয়েছে। শুধু এপ্রিল মাস না মে মাসেও দিনে মৃদু, মাঝারি শেষে তীব্র তাপদাহ হতে পারে।

    বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আশাদুজ্জামান বলেন, বতমানে আবহাওয়া পরিবর্তন ও রোদের তাপ বৃদ্ধির কারণে যে কোন ধরণের সরিল খারপ হতে পারে। বিশেষ করে জ্বর ও পাতলা পায়খানা হতে পারে। তাই এই সময় সকলকে অনেক বেশি পরিমানে পানি পান করতে হবে সব সময় ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে হবে। আর সচেতন থাকার বিকল্প নেই।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের রুগীর পরিমান কেমন ? জানতে চাইলে তিনি বলেন, ২-৩ জন জ্বর ও পাতলা পায়খানা জনিত রোগী আছে । তবে তাদের এই সমস্যা আসলে কি জন্য হয়েছে তা নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    বাউসা এলাকার কৃষক নায়েব আলী বলেন, আমরা দিনের বেশি ভাগ সময় মাঠে থাকি। এখন রোদের যে তাপ মাঠে থাকতে পারছি না । এতে আবাদি জমিতে আবাদ করা কষ্ট হয়ে পরছে। পানির প্রয়োজনে পানি পাওয়া যাচ্ছে না।

    বাঘা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই তীব্র ক্ষরার জন্য উঠছে না টিউবয়েলে পানি। তাই খাবার পানির জন্য ভুগানতিতে পড়তে হচ্ছে। পানি আনতে হচ্ছে পাশের পরিচিত কোন এক জলমটার থেকে।

  • ডিমলায় ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ।

    ডিমলায় ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ।

    হাবিবুল হাসান হাবিব,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি- নীলফামারীর ডিমলা স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে বিনামূল্যে ডোমার-ডিমলা উপজেলায় গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৩২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ০৮ নভেম্বর(বুধবার ) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ মাঠে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর অর্থায়নে এসব টিউবওয়েল তুলে দেন গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে।

    অনুষ্ঠানে কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্বে করেন ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম মোঃ ইমদাদুল ইসলাম । এক সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই- আলম সিদ্দিকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক এ.এইচ.এম ফিরোজ সরকার। ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ, স্যার গৌরবাবু স্কাউট মুক্ত মহাদল ডিমলা’ছওয়াবের ডিমলা উপজেলা ভোলান্টিয়ার মোঃ আব্দুর রশিদ মোঃ উদয় সরকার,শাওন ইসলাম বাবু সহ স্যার গৌরবাবু স্কাউট মুক্ত মহাদল।

    ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম মোঃ ইমদাদুল ইসলাম, হেড অব মনিটরিং, ছওয়াব,জানান, ডোমার ওডিমলা উপজেলার প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবীদের নিয়ে ঘুরে ঘুরে সঠিক ব্যক্তি, পরিবার ও স্থান নির্বাচন করে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। ছওয়াবের মূল উদ্দেশ্য হল গরিব, দুস্থ ও অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা। যাতে তৃণমূল পর্যায়ের এসব সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে।

  • বড়লেখায় নিসচা’র চেয়ারম্যানের জন্মদিনের উপহার টিউবওয়েল হস্তান্তর।

    বড়লেখায় নিসচা’র চেয়ারম্যানের জন্মদিনের উপহার টিউবওয়েল হস্তান্তর।

    সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদক প্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৫ তম জন্মদিন উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপহার স্বরূপ টিউবওয়েল হস্তান্তর করা হয়েছে।

    আজ শুক্রবার(২৪ ডিসেম্বর)বিকাল ৩ টার সময় একটি স্বল্প আয়ের পরিবারকে জন্মদিনের উপহার স্বরূপ টিউবওয়েল হস্তান্তর করা হয়।

    নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, বড়লেখা পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা সদর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য ফয়েজ আহমদ, নিসচা পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচা সহ সভাপতি মার্জানুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান,অর্থ সম্পাদক মাওলানা মাছুম আহমদ,সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ,আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া,প্রচার সম্পাদক নূরে আলম মোহন,প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন,দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস,সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস,কার্যকরী নির্বাহী সদস্য এনাম উদ্দিন,হাফিজুর রহমান জিল্লুর,শুভাকাঙ্ক্ষী মজুর রহমান,সুমন আহমদ সহ প্রমুখ।

    উল্লেখ্য,প্রতি বছর নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা দোয়া মাহফিল,দুস্থদের মাঝে খাবার বিতরণ,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত গণমানুষের মাহনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উদযাপন করে।

  • ভোলার জয়নগরে সরকারি টিউবয়েল দখল-বিপাকে ৬ টি পরিবার।

    ভোলার জয়নগরে সরকারি টিউবয়েল দখল-বিপাকে ৬ টি পরিবার।

    ছিদ্দিক ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে এক ব্যক্তি কর্তৃক সরকারি টিউবয়েল দখল করার কারণে বিশুদ্ধ পানি পেতে বিপাকে পরেছে ৬ টি পরিবার। উপজেলার দক্ষিণ জয়নগর ২ নং ওয়ার্ডে ইউছুফ মাষ্টার বাড়িতে ঘটেছে উক্ত ঘটনা।

    অভিযুক্ত ব্যক্তি মৃত জয়নাল আবেদিন এর ছেলে ফিরোজ হাওলাদার। ফিরোজ একসময় সৌদি আরব ছিলেন। বর্তমানে বাংলাবাজারে ব্যবসা করেন। ঐ বাড়িতে ৭ টি পরিবারের জন্য সরকারি সহায়তার অংশ হিসেবে একটি টিউবয়েল দেওয়া হয়। কিন্তু সরকারি টিউবয়েল টি স্থাপনের পর ফিরোজ নিজ বসত ঘরের বাউন্ডারির মধ্যে নিয়ে নেয়, যাতে অন্য পরিবারগুলো বিপাকে পরেছে।

    পরবর্তিতে আব্দুল মান্নান ৪০ হাজার টাকা দিয়ে ব্যক্তিগত ভাবে একটি টিউবয়েল ক্রয় করে নিয়ে আসেন, যা থেকে অন্য পরিবারগুলো বিশুদ্ধ পানির চাহিদা মিটাচ্ছে।

    সরেজমিনে গেলে দেখা যায় ফিরোজ হাওলাদারের এমন কর্মকান্ডে বিপাকে আছে উক্ত বাড়ির ৬ টি পরিবার। বিশুদ্ধ পানীয় জলের জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবার গুলোর দাবি ফিরোজের কাছ থেকে টিউবয়েল টি উদ্ধারের। মূল টিউবয়েল আগের যায়গায় স্থাপন করলে অন্য পরিবার গুলোর সমস্যা থাকবেনা।

    ফিরোজ হাওলাদারের সাথে কথা বললে টিউবয়েলটি নিজ বসত ঘরে নেওয়ার কথা স্বীকার করেন। ভুক্তভোগি পরিবারগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।