Tag: টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত

  • শেরপুরের ঝিনাইগাতীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    শেরপুরের ঝিনাইগাতীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত-ভোরের কণ্ঠ।

    “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৭ ফেব্রুয়ারি রবিবার সকালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের সহযোগীতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা( এসিল্যান্ড) জনাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন।

    এ পর্যন্ত ১৫২জন ব্যক্তির রেজিষ্টেশন সম্পন্ন হয়েছে।  উক্ত টিকাদান কর্মসূচির উদ্বোধনী ১ম দিনে ৮০জনকে টিকা প্রদান করা হয়।  এ উপজেলায় প্রথমে

    স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে এবং দ্বিতীয়ত ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানকে টিকা প্রদানের মাধ্যমে উক্ত টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

    রেজিষ্টেশনের ভিত্তিতে প্রতিদিন টিকা প্রদান করা হবে।