বেলকুচিতে পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার জয়।

সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী সাবেক বেলকুচি আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। (২৬টি) ভোট কেন্দ্রের ফলাফল পাওয়ার পর শনিবার(১৬ জানুয়ারী ) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক।

বিজয়ী সাজ্জাদুল হক রেজা (নারিকেল গাছ) প্রতীক ১৮ হাজার ৩শত ৮৭ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেগম আশানুর বিশ্বাস(নৌকা) প্রতীক ১২ হাজার ৭শত ৮৪ ভোট পেয়েছেন। এবং বিএনপি মনোনীত প্রার্থী হাজী আরতাফ হোসেন প্রমানিক (ধানের শীষ) প্রতীক ৩ হাজার ৮শত ২২ ভোট পেয়েছেন।

সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *