সিরাজগঞ্জের চৌহালীতে অধিগ্রহণকৃত জমির মালিকদের সাথে দ্রুত সমাধান করে চৌহালীতে উপজেলা নির্মাণ করা হবে ৷এরই ধারাবাহিকতায় ভূমি অধিগ্রহণের জটিলতা ও সময়ক্ষেপণ নিরসনকল্পে এবং দালাল শ্রেণির দৌরাত্ম্য, মালিকগণের হয়রানি কমাতে জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ড.ফারুক আহমদ একাধিক কার্যক্রম গ্রহণ করেছেন।
এসব কার্যক্রমের মধ্যে রয়েছে- ক্ষতিপূরণের ও অবশিষ্ট টাকা মালিকদের বাড়িতে পৌঁছে দেয়া, ভূমি অধিগ্রহণ কার্যক্রমের ডিজিটালাইজেশন, অনলাইন সেবা কার্যক্রম, স্পটেই অধিগ্রহণ সংক্রান্ত দ্রুত সময়ে শেষ করে উপজেলা কাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্রাণালয়ের যুগ্নসচিব ।
এই কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মালিকদের ৷ এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্নসচিব ড.মলয় চৌধুরী , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার প্রমুখ৷
পরে গণমাধ্যমকর্মীদের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফসানা ইয়াসমিন বলেন, মাননীয় সচিব মহোদয় চৌহালী উপজেলা ভূমি অধিগ্রহণ পরিদর্শক করেছেন ৷ সকল জমির মালিকদের দ্রুত সময়ে অবশিষ্ট টাকা পরিশোধ করে উপজেলা কাঠামো নির্মাণ হবে ৷